নবান্ন আইটি এর টার্মস এন্ড কন্ডিশন
Terms and Condition
নবান্ন আইটি এর টার্মস এন্ড কন্ডিশন সম্পর্কে চলুন জেনে আসি নিচে নবান্ন আইডির কিছু টার্মস এন্ড কন্ডিশন তুলে ধরা হলো যাতে করে যারা নবান্ন আইডিতে সার্ভিস গ্রহন করছেন এবং জব করবেন তারা যেন বিষয়গুলো বুঝতে এবং মানতে পারেনঃ
- নবান্ন আইটিতে বাংলা আর্টিকেল রাইটার হিসেবে জব করার জন্য আপনাকে নিয়মিত কাজ জমা দিতে হবে যদি আপনি টানা দুই দিন কাজ জমা দিতে ব্যর্থ হন তাহলে কোন নোটিশ ছাড়াই আপনাকে জব থেকে বহিষ্কার করা হবে।
- নবান্ন আইটিতে কখনো সরকার বিরোধী আইনবিরোধী এবং কাউকে আক্রমণাত্মক বা ছোট করে কন্টেন্ট পাবলিশ করা হয় না এবং পাবলিশ করা যাবে না।
- নবান্ন আইটিতে আপনাকে সেবামূলক এবং তথ্যমূলক বাংলা আর্টিকেল পাবলিশ করতে হবে যাতে পাঠকরা পড়ে উপকৃত হতে পারে।
- নবান্ন আইটিতে যারা জব করতে আগ্রহী তাদেরকে অবশ্যই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালানোতে পারদর্শী হতে হবে।
- ইংরেজি বলার দক্ষতা সবার না থাকলেও ইংরেজি পড়ে বোঝার মত দক্ষতা থাকতে হবে যাতে কনটেন্ট কোয়ালিটি পূর্ণ হয়।
- আপনাকে অবশ্যই ধৈর্যশীল এবং সৎ হতে হবে।
- নবান্ন আইটি যদি ওদের ভবিষ্যতে কোনদিন বন্ধ হয়ে যায় সে ক্ষেত্রে নবান্ন আইটি থেকে যারা সার্ভিস গ্রহণ করছেন বা করবেন তাদের কোন দাবি-দাওয়া নবান্ন আইটি এর উপর বর্তাবে না।
নবান্ন আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url