ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায়- ঘোলা ছবি ক্লিয়ার করার ওয়েবসাইট
ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায় এই বিষয়ে আপনি হয়তো জানতে চাচ্ছেন। আপনি ঠিক জায়গাতে এসেছেন। আমরা অনেকে ঝাপসা ছবি স্পষ্ট করতে চাই। ঘোলা ছবি কে পছন্দ করে।
আজকে আমরা এখানে ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায় ও ঘোলা ছবি ক্লিয়ার করার ওয়েবসাইট এই সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো।তাহলে চলুন বেসি দেরি না করে সুরু করা জাক আজকের আলোচনা।
পেইজ সুচিপত্রঃ ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায়- ঘোলা ছবি ক্লিয়ার করার ওয়েবসাইট
ঝাপসা ছবি স্পষ্ট করার ওয়েবসাইট- ঘোলা ছবি ক্লিয়ার করার ওয়েবসাইট
ঝাপসা ছবি স্পষ্ট করার ওয়েবসাইট সম্পর্কে যদি জানতে চান তাহলে পড়তে থাকুন। আপনি হয়তো অনলাইনে অনেক খোঁজাখুঁজি করছেন একটা ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায় কেননা ঝাপসা ছবি দেখতে ভালো লাগে না এই ঝাপসা ছবি আমরা কোন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারি না আমাদের ফোনের ক্যামেরার পিক্সেল কম হওয়ার কারণে ছবি স্পষ্ট ক্লিয়ার আসে না
এজন্য আমরা ফেসবুকে প্রোফাইল পিকচার হিসেবে কখনো পোস্ট করতে পারি না এমনকি ইনস্টাগ্রামে কোন ফটো আপলোড করতে পারি না এ বিষয় নিয়ে আমরা অনেকেই দুশ্চিন্তায় ভুগি তাই অনলাইনে প্রচুর খোঁজাখুঁজি করছি কিভাবে ঝাপসা ছবি স্পষ্ট করতে পারি ফ্রিতে এবং তাও সেটা আনলিমিটেড ।
হ্যাঁ, আপনি সঠিক জায়গায় এসেছেন এখানে আমরা আপনাদেরকে এমন ওয়েবসাইট সম্পর্কে জানাতে যাচ্ছি যে ওয়েবসাইট দিয়ে আপনি খুব সহজে এটা ঝাপসা ছবি পানির মতো ক্লিয়ার করে নিতে পারেন । এখানে আমরা যে ওয়েবসাইট গুলোর নাম জানব সেসব ওয়েবসাইট ফ্রি এবং কিছু ওয়েবসাইট লিমিটেড ফ্রি আর কিছু ওয়েবসাইট একবারের জন্য ব্যবহার করা যায় তাই চলুন বেশি দেরি না করে শুরু করি আমাদের আজকের এই আলোচনা । কিভাবে ঝাপসা ছবি স্পষ্ট করা যায় ।
Avaide
ঝাপসা ছবি স্পষ্ট করার অনেক ওয়েবসাইট রয়েছে সেসব ওয়েবসাইটগুলোর মধ্যে ঝাপসা ছবি স্পষ্ট করা যায়। একদম ফ্রিতে আনলিমিটেড বার যে ওয়েবসাইটে ঝাপসা ছবি স্পষ্ট করা যায় তাদের মধ্যে অন্যতম অওয়েবসাইট এর নাম avaide.com .
এই ওয়েবসাইটের একটা সবচেয়ে বড় গুণ হচ্ছে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই ওয়েবসাইটে আপনাকে কোন লগইন করা লাগবে না এবং আনলিমিটেড এবং ফটো ডাউনলোডের সময় কোন ওয়াটার মার্ক থাকবে না।
প্রথমে আপনি avaide.com লিখে গুগলে সার্চ দিন । তারপর ছবিতে যে ইন্টারফেস দেখতে পাচ্ছেন সেরকম ইন্টারফেস আপনার সামনে উপস্থিত হবে আপনি এই ওয়েবসাইটটি কম্পিউটার বা মোবাইল যে কোন কিছু দিয়ে করতে পারবেন একই নিয়ম।
তারপর ছবিতে চিহ্নিত করা টুলস বাটনে মাউস হভার করলে নিছে একটা মেনু আসবে ।তারপর সেই মেনুতে চিহ্নিত করা Image Upscaler অপশনে ক্লিক করুন ।
ক্লিক করার পর আপনার সামনে ছবিতে দেখানো এরকম একটা পেজ শো হবে সেই পেজের মধ্যে চিহ্নিত করা Choose a Photo অপশনে ক্লিক করুন ।
এই অপশনে ক্লিক করলে আপনাকে আপনার ফোল্ডারে নিয়ে যাবে সেখান থেকে আপনার পছন্দমত একটা ফটো সিলেক্ট করুন তারপরে ওপেন বাটনে ক্লিক করুন
এবং তার পরের শেষ দুইটা অপশন এর মাধ্যমে আপনি যদি ফটো আরো High Resulation বানাতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটের প্রিমিয়াম ভার্সন কিনা লাগবে।তারপরে নিচে থাকা Save বাটনে ক্লিক করুন । Save বাটনে ক্লিক করলে আপনার এডিট করা ছবি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে ।
Picwish
এরপরে আমরা জানবো ঝাপসা ছবি স্পষ্ট করা যায় এরকম আরেকটি ওয়েবসাইট সম্পর্কে । সেই ওয়েবসাইট এর নাম হচ্ছে picwish.com। এই ওয়েবসাইটের মাধ্যমেও আপনি খুব সহজে ঝাপসা ছবি স্পষ্ট করতে পারবেন। কিন্তু এই ওয়েবসাইট দিয়ে আপনি যদি ঝাপসা ছবি স্পষ্ট করতে চান তাহলে প্রথমে আপনাকে লগইন করতে হবে ছবি ডাউনলোড করার ক্ষেত্রে
এবং এই ওয়েবসাইট থেকে আপনি শুধুমাত্র একটা রেজুলেশন 698/932 px ডাউনলোড করতে পারবেন। আর আপনি যদি এর চেয়ে বেশি পিক্সেলের ছবি ডাউনলোড করতে চান তাহলে আপনাকে প্রিমিয়াম ভার্সন কিনা লাগবে ।
তাহলে আসুন দেখে নিয়ে কিভাবে picwish.com ওয়েবসাইট এর মাধ্যমে ঝাপসা ছবি স্পষ্ট করা যায়।
প্রথমে আপনাকে picwish.com লিখে গুগলে সার্চ দিতে হবে । এরপরে ছবিতে দেখানো একটা পেজের মত আপনার সামনে একটা পেজ শো হবে । সেই পেজে চিহ্নিত করা Unblur Image নামের অপশনে ক্লিক করুন ।
সেই অপশনে ক্লিক করলে আপনার সামনে ছবিতে দেখানো একটা পেজ শো হবে । সেই পেজের মধ্যে চিহ্নিত করা Upload Image নামক অপশনে ক্লিক করুন । ক্লিক করলে আপনার সামনে একটা ফোল্ডার ওপেন হবে সেখান থেকে আপনি আপনার যেই ফটো কে এডিট করতে চাচ্ছেন সেই ফটো সিলেক্ট করে ওপেন করুন।
ফটোটি ওপেন করার পর আপনার সামনে ছবিতে দেখানো পেজের মত একটি পেজ আসবে । সেই পেজে আপনি দেখতে পাচ্ছেন আপনার পূর্বের ফটো এবং এডিট করার পরের ফটো আপনাকে দেখাচ্ছে ।
এবং যদি আপনি দেখেন পেজের ডান পাশে Dowload Image অপশন আছে । সে অপশনে ক্লিক করলে নিচে দুটি অপশন আসবে । সেই অপশন দুটের মধ্যে প্রথম অপশন Free Image নামের অপশনে আপনি ক্লিক করে ফ্রিতে ইমেজ ডাউনলোড করতে পারবেন । এবং যদি এর চেয়ে ভালো রেজুলেশন এর ফটো ডাউনলোড করতে চান , তাহলে নিচের HD Image অপশন এ ক্লিক করলে আপনি ডাউনলোড করতে পারবেন, কিন্তু সেটা ডাউনলোড করার জন্য আপনাকে এই ওয়েবসাইটের Premium ভার্সন কিনা লাগবে ।
এখন Free Image নামের অপশনে ক্লিক করলেই আপনার এডিট করা কাঙ্খিত ফটোটি অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে।
তাহলে আমরা আজ এই পোষ্টের মাধ্যমে ভালোভাবেই জানতে পারলাম ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায় । আশা করি এখন আপনাদের ঝাপসা ছবি স্পষ্ট করতে আর কোন ভোগান্তি পোহাতে হবে না । এখন থেকে এসব ওয়েবসাইটের মাধ্যমে আপনারা খুব সহজেই ঝাপসা ছবি স্পষ্ট করতে পারবেন ।
শেষ কথাঃ ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায়- ঘোলা ছবি ক্লিয়ার করার ওয়েবসাইট
প্রাণপ্রিয় পাঠক মন্ডলী!! আশা করছি আপনি যে বিষয় সম্পর্কে জানতে এসেছিলেন তা জানতে পেরেছেন। আমরা পুরো আর্টিকেল জুড়ে ঝাপসা ছবি কিভাবে স্পষ্ট করা যায় ও ঘোলা ছবি ক্লিয়ার করার ওয়েবসাইট এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
আপনি যদি আর্টিকেলটি পড়ে কোন মতামত বা প্রশ্ন করতে চান তাহলে নিচে দেওয়া কমেন্ট বক্সে করতে পারেন। আমরা আপনার মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা পুরো আর্টিকেল জুড়ে সঠিক তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছি যদি এই আর্টিকেলে কোন ভুল ধরা পড়ে থাকে তাহলে আমাদেরকে জানাবেন আমরা তা পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব।
এই আর্টিকেল পড়ার পর যদি উপকৃত হয়েছেন বলে মনে করে থাকেন এবং অন্যদেরকেও উপকৃত করতে চান তাহলে আর্টিকেলটি আপনার বিভিন্ন বন্ধু-বান্ধবের নিকট শেয়ার করুন যাতে তারাও কালোকেশী ব্যবহার জেনে চুলের যত্ন নিতে পারে এটাই আমাদের কাম্য।
নবান্ন আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url