চুলের যত্নে কালোকেশী ব্যবহার - কালোকেশী গাছের ১২টি উপকারিতা

চুলের যত্নে কালোকেশী ব্যবহার ও কালোকেশী গাছের উপকারিতা সম্পর্কে যদি জানতে চেয়ে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমি আপনাকে কালোকেশী গাছের ১২ টি উপকারিতা সম্পর্কে জানাবো।

চুলের যত্নে কালোকেশী ব্যবহার - কালোকেশী গাছের উপকারিতা

আজকে আমরা এ আর্টিকেলে চুলের যত্নে কালকেশী ব্যবহার, কালোকেশী গাছের উপকারিতা, কেশরাজ পাতার ব্যবহার, চুলের যত্নে কেশরাজ ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা।

পেইজ সূচিপত্রঃ চুলের যত্নে কালোকেশী ব্যবহার - কালোকেশী গাছের উপকারিতা

চুলের যত্নে কালোকেশী ব্যবহার - চুলের যত্নে কেশরাজ - ভৃঙ্গরাজ চুলের যত্নে

চুলের যত্নে কালকেশী ব্যবহার কিভাবে করবেন সে সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে সঙ্গেই থাকুন। আমরা আপনাকে জানাবো কিভাবে চুলের বিভিন্ন যত্নের জন্য কালোকেশী বা কেশরাজ বা ভৃঙ্গরাজ ব্যবহার করবেন। কালোকেশী আমাদের শরীরের জন্য খুবই উপকারী বিশেষ করে চুলের জন্য। আপনি যদি চুলের বিভিন্ন দুশ্চিন্তায় পড়ে গিয়ে থাকেন 

যেমনঃ চুল পড়া রোধ করতে চান, খুশকির সমস্যা থেকে মুক্ত থাকতে চান, চুল বৃদ্ধি করতে চান তাহলে কালকেশী বা কেশরাজ খুবই উপকারী। তাহলে চলুন আমরা জেনে আসি কালকেশী কিভাবে ব্যবহার করলে চুলের যত্ন নেওয়া সম্ভব হবে।

চুল পড়া রোধেঃ যদি অতিরিক্ত দুশ্চিন্তার কারণে আপনার বেশি পরিমাণে চুল পড়া সমস্যা দেখা দেয় তাহলে আপনি এই পদ্ধতি কাজে লাগাতে পারবেন। তাহলে দেখবেন আপনি ভালো উপকার পাচ্ছেন। আপনি ভৃঙ্গরাজ তেল মাথায় মালিশ করতে পারেন তাহলে চুলের পড়া রোধ হবে এমনকি মাথা ঠান্ডা হবে।

আরো পড়ুনঃ সোনা পাতা কি ওজন কমায় - সোনা পাতা খাওয়ার ১১টি উপকারিতা

চুল বৃদ্ধিতেঃ আপনি যদি ভৃঙ্গরাজ তেল আপনার চুলের গোড়াতে ব্যবহার করেন তাহলে আপনার রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে যার ফলে চুলের গ্রোথ বেশি হবে। আপনি এই তেল যদি ১০ মিনিট ভালো করে চুলের গোড়াতে মালিশ করেন তাহলে হাতেনাতে ফল পাবেন আশা করা যায়।

খুশকি দূর করতেঃ আপনি যদি খুশকির সমস্যায় ভুগে থাকেন খুশকি কোনভাবেই যাচ্ছে না তাহলে এই সমাধানের জন্য ভৃঙ্গরাজ তেল আপনি ব্যবহার করতে পারেন। ভৃঙ্গরাজ তেলে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে যা খুশকি সমস্যা সমাধান হতে পারে। এমনকি ড্রাই স্কাল্পের সমস্যা এটি সমাধান করে থাকে।

সময়ের আগে চুল পাকা রোধেঃ অনেকের দেখা যায় বয়সের আগেই চুল পেকে যাচ্ছে। যদি বয়সের পরে চুল পাকে তাহলে সেটা প্রাকৃতিকভাবে কিন্তু যদি আপনার সময়ের আগেই চুল পেকে যায় তখন যে কারণেই স্বাভাবিকভাবে মানসিক দুশ্চিন্তায় পড়তে হয়। তাই আপনি যদি এই চুলের অকালপক্বতা রোধ করতে চান তাহলে ভৃঙ্গরাজ তেল ব্যবহার করে দেখতে পারেন এটি আপনাকে ফল দিবে।

চুলের গোড়া মজবুত করতেঃ আপনি যদি চান যে আপনার চুলের গড়া মজবুত হোক যেন সহজেই না ঝড়ে পড়ে তাহলে ভৃঙ্গরাজ তেল ব্যবহার করতে পারেন। এটা যদি আপনি চুলের গোড়ায় মালিশ করেন তাহলে আপনার চুলকে আরো মজবুত করবে।

মাথা থেকে উকুন দূর করাঃ আপনি যদি উকুনের সমস্যায় পড়ে গিয়ে থাকেন তাহলে আমি যে পদ্ধতিতে বলছি সেটা ব্যবহার করে দেখুন আপনি আপনার চুল থেকে উকুনকে দূর করতে পারবেন। কেশরাজের পাতার রস চুলের গড়ায় লাগাবেন এরপর একটি পাতলা কাপড় নিবেন মাথায় পেচিয়ে রাখবেন। ১ ঘন্টা পর কাপড় খুলে চুলের শ্যাম্পু করে ধরে ফেলুন। সপ্তাহে যদি এই পদ্ধতিটি ২ বার করেন তাহলে দেখবেন ১ মাসের ভিতরে চুল থেকে উকুন দূর হয়ে যাবে।

কালোকেশী গাছের উপকারিতা - কেশরাজ পাতার উপকারিতা

কালোকেশী গাছের উপকারিতা সম্পর্কে আমাদের সকলের জেনে থাকা জরুরী। আমরা অনেকেই কালোশেকী গাছ চিনি আবার অনেকেই চিনি না। কালোকেশী গাছ অনেকটা গুল্ম জাতীয় উদ্ভিদ এটা ৫০ থেকে ৬০ সেন্টিমিটার মত লম্বা হয়। আপনি এই গাছকে আগাছা বলে অবহেলা করে থাকতে পারেন। কিন্তু এই গাছে এত পুষ্টিউপাদান রয়েছে যা আমাদের শরীরের বিভিন্ন রোগ থেকে দূরে রাখে। আমি এখানে আপনাকে কালোকেশী গাছের ১২ টি উপকারিতা সম্পর্কে জানাবো তাহলে চলুন জেনে নেয়া যাক সেই উপকারিতাগুলো।

এক নজরে কালোকেশী গাছের ১২ টি উপকারিতাঃ

  • রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে
  • হজমের উন্নতিতে
  • ক্ষত নিরাময়ে
  • ত্বকের যত্নে
  • চুলের যত্নে
  • মশা নিধনে
  • লিভারের সুস্বাস্থ্যে
  • প্রদাহ কমাতে
  • মস্তিষ্কের সুস্বাস্থ্যে
  • ছত্রাক প্রতিরোধে
  • মানসিক চাপ দূর করতে
  • কৃমির উপদ্রব কমাতে

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেঃ আমাদের সকলের শরীরের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা থাকা খুবই জরুরী এবং যদি এটি আমার বৃদ্ধি করতে পারি তাহলে আমরা বিভিন্ন রোগ থেকে বেঁচে থাকতে পারবো। আপনি যদি কেশরাজ বা কালোকেশী নিয়মিত সেবন করেন তাহলে এটি আপনার শরীরের ইমিউন সিস্টেমকে আরো শক্তিশালী করতে সাহায্য করে।

কালোকেশী গাছের উপকারিতা - কেশরাজ পাতার উপকারিতা

হজমের উন্নতিতেঃ আপনার যদি হজমের সমস্যা থাকে যেমন বদহজম হওয়া, ফোলাভাব কষ্টকাঠিন্য ইত্যাদি রোগ থেকে বেঁচে থাকতে চান তাহলে কেশরাজ বা কালোকেশী ব্যবহার করতে পারেন। অনেক আগে থেকেই কেশরাজকে হজমের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে।

ক্ষত নিরাময়েঃ বিভিন্ন জায়গায় যদি আপনার কেটে গিয়ে থাকে এবং রক্ত পড়তে থাকে তাহলে ভৃঙ্গরাজ এর পাতা বেটে পেস্ট বানিয়ে সেখানে লাগান দেখবেন রক্ত পড়া বন্ধ হয়ে গেছে এবং আস্তে আস্তে ক্ষতস্থানটি শুকিয়ে গেছে।

ত্বকের যত্নেঃ ত্বকের বিভিন্ন যত্নের ক্ষেত্রে কেশরাজ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা এতে আন্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট  রয়েছে এবং এটি আপনার ত্বককে মসৃণ করতে এবং লালভাব কমাতে খুবই কার্যকরী।

চুলের যত্নেঃ চুল পড়া রোধে, চুল থেকে খুশকি দূর করতে, চুলের অকালপক্কতা রোধে কেশরাজ তেল খুবই উপকারী। গবেষণায় দেখা গিয়েছে, এই তেলে এমন বৈশিষ্ট্য রয়েছে যা চুলের ফলিকলগুলিকে উদ্দীপ্ত করে এবং চুলের ঘনত্ব বৃদ্ধি করে।

আরো পড়ুনঃ লাউ শাকের ১৩টি জরূরী উপকারিতা - গর্ভাবস্থায় লাউ শাক খাওয়ার উপকারিতা

মশা নিধনেঃ আপনি হয়তো বা বিশ্বাস করবেন না মশা নিধনে ও কেশরাজ ব্যবহার করতে পারবেন। দুই চামচ কেশরাজের কাঁচা রস ৫০০ মিলি লিটার পানির সাথে মিশাবেন তারপর এটি আপনি ঘরের ভিতর এবং বাহিরে স্প্রে করে দেখবেন আপনি মশার আক্রমণ থেকে রক্ষা পাবেন।

লিভারের সুস্বাস্থ্যেঃ লিভারের সুস্থতায় এবং লিভার কে বিভিন্ন ক্ষতিকারক টক্সিনের হাত থেকে বেঁচে রাখতে এবং পুনর্জন্মের ক্ষমতা বৃদ্ধিতে কেশরাজ খুবই উপকারী। 

প্রদাহ কমাতেঃ বাতের ব্যথা থেকে শুরু করে বিভিন্ন ধরনের এমনকি ত্বকের ব্যথাতেও এই কালোকেশী খুবই উপকারী। এতে আপনার বিভিন্ন প্রদাহ উপশম করতে সাহায্য করে থাকে। কেননা এতে শক্তিশালী এন্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য রয়েছে।

মস্তিষ্কের সুস্বাস্থ্যেঃ গবেষণায় দেখা গিয়েছে, কেশরাজ বা কালোকেশীতে নিউরো প্রটেকটিভ বৈশিষ্ট্য থাকতে পারে। যা আপনার মস্তিষ্কে সুস্বাস্থ্য বজায় রাখতে ভূমিকা পালন করবে। অনেক আগে থেকে আয়ুর্বেদিক শাস্ত্রে স্মৃতিশক্তি বৃদ্ধিতে এটি ব্যবহার করা হয়ে আসছে।

ছত্রাক প্রতিরোধেঃ বিভিন্ন ছত্রাক প্রতিরোধে এটি খুবই উপকারী। আপনি যদি কালকেশী গাছের রস নাও পান তাহলে এক কাপ রসকে আড়াইশো মিলি লিটার তিলের তেল বা নারিকেল তেল নিতে পারেন এর সাথে মিশিয়ে ব্যবহার করলে একই উপকার পাবেন।

মানসিক চাপ দূর করতেঃ আমাদের বিভিন্ন দুশ্চিন্তা লেগেই থাকে এ সকল দুশ্চিন্তা এবং স্ট্রেসকে কমাতে কেশরাজ বা কালোকেশী খুবই প্রাচীন ফর্মুলা হিসেবে ব্যবহার হয়ে আসছে।

কৃমির উপদ্রব কমাতেঃ আপনি যদি কৃমির যন্ত্রণায় থাকেন এবং এর উপদ্রব কমাতে চান তাহলে ভৃঙ্গরাজের লতাকে জাল দিন জাল দিয়ে যে নির্যাস তৈরি হবে সেটি ব্যবহার করুন। তাহলে দেখবেন আপনি কৃমির উপদ্রব থেকে বেঁচে আছেন।

কেশরাজ পাতার ব্যবহার

কেশরাজ পাতার ব্যবহার সম্পর্কে যদি জানতে চান তাহলে পড়তে থাকুন। আমি আপনাকে জানাবো কেশরাজ পাতার বিভিন্ন ব্যবহার সম্পর্কে। কেশরাজকে বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। কেশরাজ উদ্ভিদের পুরোটাই আপনি ব্যবহার করতে পারবেন বিভিন্ন উপকারে যেমনঃ পাতা, কাণ্ড, ফুল এবং ফল। আপনি কেশরাজের পাতা বেটে রস তৈরি করে মাথায় যদি লাগান তাহলে চুল পড়া রোধ হবে।

চুলের অকালপক্কতা রোদ হবে, চুলের গোড়া শক্ত হবে, মাথা ঠান্ডা থাকবে এমনকি আরও অনেক চুলের যত্নে কেশরাজ পাতাকে ব্যবহার করতে পারবেন। আপনি যদি কোন কীটনাশক হিসেবে ব্যবহার করতে চান তাহলে কেশরাজ ব্যবহার করতে পারেন। এমনকি আপনি মশা নিধনে কেশরাজ ব্যবহার করতে পারবেন। 

আপনি যদি মশা দ্বারা আক্রান্ত হয়ে থাকেন তাহলে ঘরের ভেতর এমনকি ঘরের বাইরেও স্প্রে করে মশা নিধন করতে পারবেন। যদি দেখেন যে আপনার শরীরের কোন জায়গায় কেটে গিয়েছে এবং রক্ত পড়ছে তাহলে আপনি কেশরাজ পতাকে বেটে পেস্ট বানিয়ে সেটাকে যদি সে ক্ষতস্থানে লাগিয়ে দেন তাহলে দেখবেন সাথে সাথে রক্ত পড়া বন্ধ হয়ে গিয়েছে। 

এমন কি দেখবেন আস্তে আস্তে ক্ষতস্থানটি শুকিয়ে গেছে। আবার এই উদ্ভিদকে আপনি ব্যাথা নাশক হিসেবে ব্যবহার করতে পারবেন। যদি আপনার বাত ব্যথা থাকে বা আরো বিভিন্ন ধরনের ব্যথা তাহলে সেই ব্যথাগুলো উপশম করবে এই কেশরাজ। আপনার যদি মাথা ব্যথা হয়ে থাকে তাহলে কেশরাজের রস দুই ফোঁটা নাকের ভিতর দিন এবং কপালে মালিশ করুন। 

দেখবেন মাথা ব্যথা সঙ্গে সঙ্গেই দূর হয়ে গিয়েছে। এমনকি এই কেশরাজে এমন উপাদান রয়েছে যা আপনার লিভার ও কিডনিকে ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে। আপনি যদি প্রতিদিন আধা কাপ পানির সাথে ১ চা চামচ কেশরাজ পাতার রস সেবন করেন তাহলে দেখবেন আপনার শরীর থেকে বিভিন্ন ক্ষতিকারক উপাদান গুলো বের হয়ে যাচ্ছে। 

কেশরাজ পাতার ব্যবহার

এমনকি সম্প্রতি গবেষণায় দেখা গেছে, নিয়মিত দুই চামচ কেশরাজের রস খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে ইত্যাদি। আরো অনেক কাজে আপনি কেশরাজ ব্যবহার করতে পারবেন যেমনঃ কৃমি দূর করতে নিয়মিত এক চা চামচ কেশরাজের রস খান তাহলে কৃমির উপদ্রব থেকে বেঁচে থাকতে পারবেন।

শেষ কথাঃ চুলের যত্নে কালোকেশী ব্যবহার - কালোকেশী গাছের উপকারিতা

প্রাণপ্রিয় পাঠক মন্ডলী!! আশা করছি আপনি যে বিষয় সম্পর্কে জানতে এসেছিলেন তা জানতে পেরেছেন। আমরা পুরো আর্টিকেল জুড়ে চুলের যত্নে কালোকেশী ব্যবহার, কালোকেশী গাছের উপকারিতা, কেশরাজ পাতার ব্যবহার, কেশরাজ পাতার উপকারিতা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। 

আপনি যদি আর্টিকেলটি পড়ে কোন মতামত বা প্রশ্ন করতে চান তাহলে নিচে দেওয়া কমেন্ট বক্সে করতে পারেন। আমরা আপনার মন্তব্যের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা পুরো আর্টিকেল জুড়ে সঠিক তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছি যদি এই আর্টিকেলে কোন ভুল ধরা পড়ে থাকে তাহলে আমাদেরকে জানাবেন আমরা তা পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব। 

এই আর্টিকেল পড়ার পর যদি উপকৃত হয়েছেন বলে মনে করে থাকেন এবং অন্যদেরকেও উপকৃত করতে চান তাহলে আর্টিকেলটি আপনার বিভিন্ন বন্ধু-বান্ধবের নিকট শেয়ার করুন যাতে তারাও কালোকেশী ব্যবহার জেনে চুলের যত্ন নিতে পারে এটাই আমাদের কাম্য।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নবান্ন আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url