দিনে ৫০০ টাকা ইনকাম করার সেরা ৮টি apps । দৈনিক ৪০০ ৫০০ টাকা ইনকাম

দিনে ৫০০ টাকা ইনকাম apps এই কথা শুনতে অনেকটা আশ্চর্য হতে হয়। অ্যাপস দ্বারা কি ইনকাম করা সম্ভব? আবার অনেকে সার্চ দেন দৈনিক ৪০০ ৫০০ টাকা ইনকাম। আপনি যদি সত্যিকার অর্থে দিনে ৫০০ টাকা ইনকাম করা সম্পর্কে জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি খুবই মনোযোগ সহকারে পড়ুন। 

দিনে ৫০০ টাকা ইনকাম apps

কেননা আজকে আমরা এই আর্টিকেলে দিনে ৫০০ টাকা ইনকাম apps দিয়ে এবং দৈনিক ৪০০ ৫০০ টাকা ইনকাম কিভাবে করা যায় এবং আরও অনেক বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা।

পেইজ সূচিপত্রঃ দিনে ৫০০ টাকা ইনকাম apps । দৈনিক ৪০০ ৫০০ টাকা ইনকাম 

দিনে ৫০০ টাকা ইনকাম apps

দিনে ৫০০ টাকা ইনকাম apps দ্বারা কিভাবে সম্ভব সে বিষয়টি আমরা জানব। আপনি যদি দিনে ৫০০ টাকা পর্যন্ত ইনকাম করতে চান তাও অ্যাপস দিয়ে তাহলে আপনাকে প্রথমে জানতে হবে যে সেই অ্যাপস এর মধ্যে কি কি কাজ করার মাধ্যমে আমরা ইনকাম করতে পারি। যদি বলা যায় কোন কোন কাজ করার মাধ্যমে আমরা ইনকাম করতে পারি তাহলে বলতে হয়, 

অ্যাপস দ্বারা আমরা বিভিন্ন ধরনের কাজ করতে পারি যেমনঃ সার্ভে পূরণ করতে পারি, গেম খেলে ইনকাম করতে পারি, ভিডিও দেখে ইনকাম করতে পারি, রেফার করার মাধ্যমেও ইনকাম করতে পারি ইত্যাদি। আরো অনেক মাধ্যমে আমরা অ্যাপস দ্বারা ইনকামের সুযোগ পেয়ে থাকি। 

নিচে কিছু জনপ্রিয় apps এর নামের তালিকা দেওয়া হল যার মাধ্যমে আমর apps দিনে ৫০০ টাকা ইনকাম করতে পারি তালিকাটি হলঃ

  • SHEROES 
  • ySense 
  • Roz Dhan 
  • Cashup
  • Groww 
  • Swagbucks
  • Cointiply
  • InboxDollars 

উপরের তালিকাতে দেওয়া অ্যাপস গুলোর মাধ্যমে আপনি যদি চান খুব সহজেই দিনে ৫০০ টাকা ইনকাম করতে পারেন। তবে কিছু কিছু অ্যাপ এর কাজ সহজ এবং কিছু কিছু অ্যাপ এর কাজ কিছুটা কঠিন। আর ইনকাম কখনোই খুব সহজে হয় না কিছু কষ্ট করতেই হয়। এখানে এমন কিছু অ্যাপ রয়েছে যার জন্য আপনার দক্ষতা এবং জ্ঞান এমনকি সময় ব্যায় করা প্রয়োজন। 

তাই ধৈর্য সহকারে সময় দিয়ে এবং আপনার মেধা শক্তি ব্যয়ের মাধ্যমে আপনি যদি অ্যাপস এর মাধ্যমে ইনকাম করতে চান তাহলে আপনি ইনকাম করতে পারবেন। তবে সতর্কতা হিসেবে অনলাইনে ইনকাম করার বিষয়ে খুবই সচেতন এবং বিভিন্ন অ্যাপের বিশ্বাসযোগ্যতা যাচাই করা খুবই জরুরি। কেননা এমন অনেক অ্যাপ রয়েছে যেসব অ্যাপ আপনাদেরকে প্রচারিত করতে পারে। 

আপনি সেসব অ্যাপ এ সময় দিয়ে ধৈর্য সহকারে এবং আপনার মেধা ব্যয় করে দিনরাত কাজ করছেন কিন্তু পেমেন্ট এর সময় আপনি ঠিকমতো পেমেন্ট পাচ্ছেন না। তাই আপনার উচিত হবে যে কোন app এ কাজ করার পূর্বে সেই app এর বিশ্বাসযোগ্যতা যাচাই করে নেওয়া। তাহলে আপনি প্রচারণার হাত থেকে বেঁচে থাকতে পারবেন এবং আপনার সময় ও মেধাকে রক্ষা করতে পারবেন। 

SHEROES অ্যাপ দিয়ে দিনে ৫০০ টাকা ইনকাম 

দিনে ৫০০ টাকা ইনকাম apps গুলোর মধ্যে SHEROES একটি অন্যতম app । যার মাধ্যমে আপনি দিনে ৫০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। SHEROES অ্যাপটি বিশেষ করে মহিলাদের জন্য একটি নিরাপদ এবং সামাজিক প্ল্যাটফর্ম। যা মহিলাদেরকে স্বনির্ভর করার লক্ষ্যে পরিচালিত হয়। এই app এর মাধ্যমে আপনি বিভিন্ন উপায় ইনকাম করার সুযোগ পাবেন। 

আরো পড়ুনঃ রোমানিয়া সর্বনিম্ন বেতন কত । রোমানিয়া কোন কাজের চাহিদা বেশি

যেমনঃ এই অ্যাপে রান্না করা, লেখালেখি করে, প্যারেন্টিং করে, ইংরেজি শেখার মাধ্যমে, ফ্যাশন এবং সৌন্দর্য সহ আরো অনেক কমিউনিটি প্রোগ্রাম রয়েছে যার মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। বিশেষ করে SHEROES এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মহিলারা নিজেদের সমস্যা, অনুভুতি, অর্জন এমনকি অভিজ্ঞতা শেয়ার করার মাধ্যমে ইনকাম করে থাকে। 

আপনি যদি SHEROES অ্যাপ এর মাধ্যমে দিনে ৫০০ টাকা ইনকাম করতে চান তাহলে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে পারেনঃ 

  • অ্যাপটি ডাউনলোড করুনঃ সর্ব প্রথমে এই অ্যাপের মাধ্যমে ইনকাম করতে হলে আপনাকে Google Play Store থেকে SHEROES নামক অ্যাপটি ডাউনলোড করতে হবে আপনার স্মার্টফোনে। 
  • নিবন্ধন করুনঃ তারপরে আপনাকে SHEROES অ্যাপ এর মধ্যে রেজিস্টার করে আপনার একটি নিজস্ব প্রোফাইল তৈরি করতে হবে। 
  • কমিউনিটিতে যোগদান করুনঃ অ্যাপ এর মাধ্যমে আপনি দেখতে পাবেন বিভিন্ন কমিউনিটি রয়েছে সেই বিভিন্ন কমিউনিটিতে আপনি যোগদান করুন এবং নেটওয়ার্কিং শুরু করুন। 
  • কাজ খুঁজুনঃ SHEROES অ্যাপের মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিং, পার্ট টাইম, এমনকি ফুলটাইম কাজের সুযোগ খুঁজতে পারেন। সেই অ্যাপের মাধ্যমে আপনি এই সকল কাজ খুঁজুন। 
  • শিক্ষা ও প্রশিক্ষণ নিনঃ এই অ্যাপের মাধ্যমে আপনি দেখতে পাবেন বিভিন্ন শিক্ষামূলক কোর্স রয়েছে এবং বিভিন্ন ওয়ার্কশপ রয়েছে। আপনি চাইলেই সেই সব বিভিন্ন শিক্ষামূলক কোর্সে অংশগ্রহণ করে শিক্ষা গ্রহণ করতে পারেন এবং সেই সকল ওয়ার্কশপে অংশ নিন এবং নিজেকে প্রশিক্ষিত করুন। 
  • আয়ের সুযোগ খুঁজুনঃ এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন ধরনের আয়ের সুযোগ খুঁজতে থাকুন। যেমনঃ আপনি পণ্য বিক্রি করা অথবা সেবা প্রদান করা বা আরও বিভিন্ন কাজ করার মাধ্যমে আয়ের সুযোগ খুঁজুন। 

উপরে দেওয়া পদ্ধতিগুলো যদি আপনি ভালোভাবে অনুসরণ করতে পারেন তাহলে SHEROES অ্যাপস দিনে ৫০০ টাকা ইনকাম করতে পারবেন। তাই আপনার পরিচিত যদি কোন মহিলা থাকে বা আপনার পরিবারে কোন মহিলা থেকে থাকে বা আপনি নিজেই যদি মহিলা হন তাহলে এখনই SHEROES অ্যাপ ডাউনলোড করুন এবং এর মাধ্যমে কাজ খুঁজে ইনকাম করুন।

ySense অ্যাপ দিয়ে দিনে ৫০০ টাকা ইনকাম 

দিনে ৫০০ টাকা ইনকাম apps গুলোর মধ্যে ySense অ্যাপ এর মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে ইনকাম করতে পারেন। আপনি যদি দিনে ৫০০ টাকা ইনকাম করতে চান এই ySense অ্যাপ দিয়ে তাহলে আপনাকে জানতে হবে এই অ্যাপে কোন কোন কাজের দ্বারা ইনকাম করা যায়। যেমনঃ আপনি এখানে সার্ভে পূরণ করে ইনকাম করতে পারেন, 

অ্যাপ ডাউনলোড করে, ভিডিও দেখে এমনকি পণ্য কেনাকাটা ইত্যাদি করেও  ইনকাম করতে পারেন। এই সকল কাজ আপনাকে খুবই ধৈর্য সহকারে এবং সময় দিয়ে করতে হবে। অ্যাপস দিয়ে ইনকাম করার খুবই মজার ব্যাপার হলো আপনি যেই অ্যাপ দিয়ে কাজ করেন না কেন প্রায় প্রত্যেকটা অ্যাপেই কিছু কমন কাজে রয়েছে যার মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। 

যেমনঃ সার্ভে পূরণ করা বা অ্যাপ ডাউনলোড করা বা ভিডিও দেখা বলেন এ সকল কাজেই আপনি প্রত্যেকটা অ্যাপের মধ্যেই পাবেন। কেননা এই সকল কাজ একটি সাধারণ এবং কমন এমনকি যে কেউ এ সকল কাজ করতে পারে। তবে মনে রাখতে হবে, এই ধরনের অ্যাপ গুলো দিয়ে ইনকাম করা অত সহজ নয়। এতে আপনাকে প্রচুর সময় এবং প্রচেষ্টা দুটোই দেওয়া লাগবে এবং ধৈর্য তো লাগবেই।

সেহেতু যদি আপনি মনে করেন আপনি প্রচুর সময় এবং প্রচেষ্টা দুটোই দিতে পারবেন এবং ধৈর্য সহকারে কাজ করার মন-মানসিকতা রাখতে পারেন তাহলে ySense অ্যাপ দিয়ে দিনে ৫০০ টাকা ইনকাম করা আপনার দ্বারাই সম্ভব। তাই এখনই শুরু করুন এবং ইনকাম করুন। 

Roz Dhan অ্যাপের মাধ্যমে দিনে ৫০০ টাকা ইনকাম 

Roz Dhan অ্যাপের মাধ্যমে আপনি দিনে ৫০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন এ অ্যাপের মাধ্যমে আপনি ৪০০ ৫০০ টাকা দৈনিক ইনকাম করতে পারেন। প্রচুর পরিমাণে কাজ রয়েছে নিচে তার কিছু উল্লেখ করা হলোঃ 

  1. দৈনিক লগইন করাঃ আপনি যদি প্রতিদিন অ্যাপে লগইন করেন তাহলে আপনি রেওয়ার্ড পাবেন। আপনি যদি নিয়মিত লগইন করে বিভিন্ন টাস্ক পূরণ করেন তাহলে আপনার আয় বৃদ্ধি হতে পারে।
  2. রেফারেল প্রোগ্রামঃ আপনি যদি আপনার বন্ধু এবং পরিবারের অন্যান্য সদস্যদের Roz Dhan অ্যাপ এ লগইন করান তাহলে আপনি প্রতিটি সফল রেফারেলের জন্য কমিশন পাবেন। যার মাধ্যমে আপনারা আয় বৃদ্ধি হবে। 
  3. ভিডিও দেখার মাধ্যমেঃ অ্যাপ এ বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে যেসব ভিডিও দেখার মাধ্যমে আপনি কয়েন অর্জন করতে পারেন। যেমনঃ সেসব ভিডিও মজার ভিডিও হতে পারে রান্নার ভিডিও হতে পারে ইত্যাদি। 
  4. সার্ভে পূরণ করাঃ অ্যাপের মধ্যে আপনি অনেক সার্ভে পূরণ করার টাস্ক দেখতে পারবেন। আপনি যদি সে সকল সার্ভে গুলি সম্পন্ন করেন তাহলে আপনি কয়েন অর্জন করতে পারবেন।
  5. কনটেন্ট শেয়ার করার মাধ্যমেঃ অ্যাপের মধ্যে দেওয়া ভিডিও এবং অন্যান্য কনটেন্ট আপনি যদি আপনার বিভিন্ন সামাজিক মাধ্যমে শেয়ার করেন তাহলে আপনি সেই শেয়ার করার কারণে কয়েন অর্জন করতে পারেন। 
  6. দৈনিক মিশন সম্পন্ন করার মাধ্যমেঃ অ্যাপের মধ্যে আপনি দেখতে পাবেন ডেইলি একটি লক্ষ্য নির্ধারণ করে দেয়া আছে। আপনি যদি সেই মিশনটি সম্পন্ন করেন তাহলে আপনি কয়েন অর্জন করতে পারবেন। 
  7. গেম খেলার মাধ্যমেঃ অ্যাপের মধ্যে অনেক গেম রয়েছে আপনি ইচ্ছেমতো এবং পছন্দমত গেম খেলার মাধ্যমে কয়েন অর্জনের সুযোগ পাবেন। যা আয় করার একটি মজার উপায়। 
  8. সাইন আপ বোনাসঃ Roz Dhan এ্যাপ এ প্রথম সাইন আপ করার সময় আপনি কিছু কয়েন বোনাস পেতে পারেন। 

উপরে দেওয়া ধাপ গুলি যদি আপনি অনুসরণ করেন এবং ধৈর্য সহকারে এবং আপনার মেধা দিয়ে কাজ করে যান তাহলে আপনি আপনার ইনকামের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন। 

Cashup অ্যাপের মাধ্যমে দিনে ৫০০ টাকা ইনকাম 

দিনে ৫০০ টাকা ইনকাম apps গুলোর মধ্যে Cashup অন্যতম একটি বিশ্বস্ত মাধ্যম। আপনি যদি অ্যাপসের মাধ্যমে ইনকাম করার বিশ্বাসযোগ্য একটি মাধ্যম খুঁজে থাকেন এবং এমন একটি মাধ্যম খুঁজে থাকেন যে কিনা আপনাকে পেমেন্ট ঠিক মতো করবে সে ক্ষেত্রে Cashup আপনার জন্য উপযুক্ত। ক্যাশ আপ সাধারণত টাকা লেনদেন করার একটি মাধ্যম। 

আরো পড়ুনঃ পাট শাকের উপকারিতা ও অপকারিতা

আপনি এই অ্যাপের মাধ্যমে একজন অপরজনের সাথে টাকা লেনদেন করতে পারেন। তবে Cashup এ এমন কিছু কাজ রয়েছে যার মাধ্যমে আপনি দিনে ৫০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। এই কাজগুলো যেমনঃ অ্যাপ রেফার করার, মাধ্যমে সার্ভে সম্পন্ন করার মাধ্যমে তাছাড়াও আপনি ভিডিও দেখার মাধ্যমে এবং গেম খেলার মাধ্যমে ইনকাম করতে পারেন। 

তাছাড়াও আরো অনেক ছোট ছোট কাজ রয়েছে যার মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। তবে মনে রাখতে হবে অনলাইন ইনকাম করার যত অ্যাপস রয়েছে সেই সকল অ্যাপসগুলোর মাধ্যমে ইনকাম করা অতটাও সহজ কাজ নয়। আপনাকে এক্ষেত্রে প্রচুর ধৈর্য এবং সময় এবং দক্ষতা ব্যয় করতে হবে।

যদি আপনি মনে করেন যে আমি যথেষ্ট সময় এবং ধৈর্য সহকারে মেধা আশ্রম ব্যয় করার মাধ্যমে ইনকাম করতে প্রস্তুত তাহলে Cashup আপনার ক্ষেত্রে একটি উপযুক্ত মাধ্যম হতে পারে। তাই আপনি এখনই অ্যাপটি ডাউনলোড করুন এবং বিভিন্ন কাজ করে আপনার কাঙ্খিত উপার্জন শুরু করুন। 

Swagbucks অ্যাপ এর মাধ্যমে দিনে ৫০০ টাকা ইনকাম 

apps দিনে ৫০০ টাকা ইনকাম এর মধ্যে Swagbucks অ্যাপ একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম। যেখান থেকে আপনি বিভিন্ন কাজ করার মাধ্যমে পয়েন্ট অর্জন করতে পারেন এবং সেই পয়েন্ট পরবর্তীতে নগদ টাকায় রূপান্তর করা যায়। আপনি যদি বিশ্বস্ত এবং পেমেন্ট সময় মত দেয় এমন প্ল্যাটফর্ম খুঁজে থাকেন তাহলে Swagbucks অ্যাপ উপযুক্ত। 

এই অ্যাপ এর মাধ্যমে দিনে ৫০০ টাকা ইনকাম করার কিছু কাজ এর নিচে উল্লেখ করা হলোঃ 

সার্ভে পূরণ করার মাধ্যমেঃ আপনি বিভিন্ন ধরনের সার্ভে পূরণ করার অপশন দেখতে পাবেন সেই সার্ভে করে যদি আপনি পূরণ করেন তাহলে অ্যাপটি আপনাকে কিছু পয়েন্ট দিবে আর সেই পয়েন্টে আপনি পরবর্তীতে নগদ টাকায় কনভার্ট করতে পারবেন 

  • গেম খেলার মাধ্যমেঃ বিভিন্ন গেম খেলা বা বিভিন্ন app ইন্সটল করা সম্পর্কিত কাজ রয়েছে। যে কাজগুলো করার মাধ্যমে আপনি পয়েন্ট অর্জন করতে পারবেন।
  • ভিডিও দেখার মাধ্যমেঃ অ্যাপের মধ্যে আপনাকে কিছু ভিডিও টাস্ক দেওয়া হবে। যে ভিডিওগুলো আপনি যদি দেখেন তাহলে আপনি পয়েন্ট অর্জন করতে পারবেন। 
  • শপিং অফারঃ Swagbucks অ্যাপের মাধ্যমে অনলাইন শপিং করার ক্ষেত্রে ক্যাশব্যাক বা পয়েন্ট এর সুবিধা পাওয়া যায়। 
  • ডেইলি লগইন বোনাসঃ এই অ্যাপে প্রতিদিন লগইন করার জন্য কিছু পয়েন্ট বোনাস হিসেবে দেওয়া হয়। 

Swagbucks অ্যাপ এর মাধ্যমে দিনে ৫০০ টাকা ইনকাম

আপনি এই সকল কাজ গুলো করার মাধ্যমে যে পয়েন্টগুলো জমা করবেন সে পয়েন্টগুলো পরবর্তীতে টাকাতে রূপান্তর করে আপনি উইথড্র করতে পারবেন। বরাবরই অ্যাপের মাধ্যমে ইনকাম করার ক্ষেত্রে ধৈর্য এবং সময় খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আপনার কাজে ধৈর্য ও সময় দিয়ে দক্ষতার সহিত কাজ করেন তাহলে আপনি ভালো পরিমানের অর্থ উপার্জন করতে পারবেন। 

খুবই গুরুত্বপূর্ণ বিষয় হল, এই সার্ভে এবং টাস্ক পূরণ করার সময় আপনাকে ধারাবাহিকতা এবং নিয়মিত করার প্রবণতা বজায় রাখতে হবে। যদি আপনি এই শর্তগুলো পূরণ করতে পারেন তাহলে আপনি খুব সহজেই Swagbucks অ্যাপের মাধ্যমে ৫০০ টাকা ইনকাম করতে পারবেন। 

Easy bucks অ্যাপের মাধ্যমে দিনে ৫০০ টাকা ইনকাম 

আপনি যদি ৫০০ টাকা দৈনিক ইনকাম করতে চান তাহলে Easy bucks আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। এটি একটি জনপ্রিয় প্ল্যাটফর্ম যা আপনাকে বিভিন্ন উপায়ে অর্থ উপার্জন করার সুযোগ করে দেয়। এই অ্যাপের মাধ্যমে আপনি অনেকগুলো উপায়ে উপার্জন করতে পারেন। 

নিচে সেই কাজগুলো সম্পর্কে উল্লেখ করা হলোঃ 

  • গেম খেলার মাধ্যমেঃ আপনি অনেকগুলো গেম দেখতে পাবেন। সেই গেমগুলোর মধ্যে আপনার পছন্দমত গেম খেলে আপনি পয়েন্ট অর্জন করতে থাকুন। 
  • সার্ভে পূরণ করার মাধ্যমেঃ Easy bucks অ্যাপের মধ্যে সার্ভে পূরণ করার টাস্ক দেওয়া আছে। আপনি দ্রুত এবং সহজ সার্ভে পূরণ করে পয়েন্ট অর্জন করতে থাকুন। 
  • বন্ধুদের ইনভাইট করার মাধ্যমেঃ আপনি যদি আপনার এক বা একাধিক বন্ধুকে এই অ্যাপে ইনভাইট করে থাকেন তাহলে আপনি তার মাধ্যমে বিভিন্ন পয়েন্ট অর্জন করতে পারবেন। 
  • ডেইলি বোনাস সংগ্রহ করুনঃ Easy bucks অ্যাপের মধ্যে আপনি যদি প্রতিদিন লগইন করেন তাহলে আপনাকে দৈনিক কিছু পয়েন্ট বোনাস হিসেবে দেওয়া হয়। 
  • স্পিন করুন এবং অর্জন করুনঃ অ্যাপ এর মধ্যে আপনি স্পিন করার একটি অপশন দেখতে পাবেন। আপনি যদি সেই অপশনে স্পিন করেন। তাহলে আপনি পয়েন্ট অর্জন করতে পারেন। 
  • কুইজ টুর্নামেন্ট খেলার মাধ্যমেঃ অ্যাপ এর মধ্যে আপনি বিভিন্ন কুইজ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে দেখতে পাবেন। আপনাদের সেই কুইজ টুর্নামেন্ট অংশগ্রহণ করেন তাহলে বিজিতা হিসেবে আপনি পয়েন্ট অর্জন করতে পারবেন। 

উপরোক্ত কাজ গুলোর মাধ্যমে আপনি যদি যথেষ্ট পরিমাণে পয়েন্ট অর্জন করে থাকেন তখন সেই পয়েন্টগুলোকে নগদ টাকায় বা গিফট কার্ডে পরিবর্তন করতে পারবেন। এ্যাপ আপনাকে বিভিন্ন গিফট কার্ডে ট্রান্সফার করার সুযোগ করে দেয় যেমনঃ পেপাল ক্যাশ, অ্যামাজন গিফট কার্ড, এক্সবক্স গিফট কার্ড, আইটিউন্স গিফট কার্ড, গুগল প্লে গিফট কার্ড। 

এবং আরো বিভিন্ন কার্ডে এই পয়েন্টে আপনি ট্রান্সফার করতে পারেন। আপনি যদি ধৈর্য এবং সময় দিয়ে এবং মেধা খরচ করার মাধ্যমে অ্যাপের কাজগুলি নিয়মিত করতে থাকেন তাহলে আপনি দৈনিক ৫০০ টাকা ইনকাম করতে পারবেন। 

Cointiply অ্যাপ এর মাধ্যমে দিনে ৫০০ টাকা ইনকাম 

Cointiply অ্যাপের মাধ্যমে আপনি দিনে ৫০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। এখানে প্রচুর পরিমাণে কাজ রয়েছে যার মাধ্যমে আপনি স্কোর অথবা পয়েন্ট অর্জন করার মাধ্যমে উপার্জন করতে পারেন। 

আরো পড়ুনঃ পলিসিস্টিক ওভারি সারানোর ঘরোয়া চিকিৎসা

নিচে সেই কাজগুলো সম্পর্কে আলোচনা করা হলোঃ

  • সার্ভে কমপ্লিট করার মাধ্যমেঃ অ্যাপ এর মধ্যে আপনি অনেক সার্ভে কমপ্লিট করার টাস্ক দেখতে পাবেন। আপনি সেই সকল সার্ভে অর্জন করার মাধ্যমে বেশি পরিমাণে কয়েন অর্জন করতে পারবেন। যদি আপনার স্কোর ভালো মানের হয় তাহলে আরও বেশি সার্ভের এক্সেস আপনি পেতে পারেন। যার মাধ্যমে আপনার ইনকাম অনেক বৃদ্ধি পাবে। 
  • অফার ওয়ালস ব্যবহার করার মাধ্যমেঃ বিভিন্ন অফারওয়াল থেকে কয়েন অর্জন করতে পারবেন। যেমনঃ ওয়েবপেজ ভিজিট করার মাধ্যমে, বিভিন্ন অ্যাপ ডাউনলোড করার মাধ্যমে এমনকি ভিডিও দেখার মাধ্যমেও উপার্জন করতে পারেন। 
  • ভিডিও দেখার মাধ্যমেঃ অ্যাপ এর মধ্যে দুটি ওয়েবসাইট দেওয়া আছে যার মাধ্যমে আপনি ভিডিও দেখে ইনকাম করতে পারেন। সেই দুটি ওয়েবসাইট হল Videofox এবং Hideuot.tv
  • পিটিসি এডস ক্লিক করাঃ Cointiply অ্যাপের মধ্যে পিটিসি এডস ক্লিক করে উপার্জন করার জন্য একটি অপশন দেখতে পাবেন। আপনি সেই অপশনে গিয়ে বিভিন্ন অ্যাড এ ক্লিক করার মাধ্যমে উপার্জন করতে পারেন। 
  • ফসেট ব্যবহার করার মাধ্যমেঃ অ্যাপ এর মধ্যে থাকা ফসেট ঘোরানোর মাধ্যমে আপনি কয়েন অর্জন করতে পারেন। 

এ ছাড়া আরও অনেক ধরনের কাজ রয়েছে যেমনঃ নিয়মিত প্রোমো কোড ব্যবহার করে বা স্পন্সরদের সাপোর্ট করার মাধ্যমে আপনি অতিরিক্ত কয়েন অর্জন করতে পারবেন এবং পরবর্তীতে সে কয়েন টাকাতে কনভার্ট করতে পারেন। সব অ্যাপ এর মতনই এই অ্যাপেও ইনকাম করার জন্য আপনাকে ধৈর্য ও সময় দুটোই প্রচুর পরিমাণে দিতে হবে। 

আপনি যদি সঠিক পরিকল্পনা এবং ধৈর্য সহকারে কাজ করে যান এবং আপনার যদি ইচ্ছা থাকে উপার্জন করার তাহলে আপনি সেই লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবেন। 

দৈনিক ৪০০ ৫০০ টাকা ইনকাম 

আপনি যদি ৪০০ ৫০০ টাকা দৈনিক ইনকাম করতে চান। তাহলে অনেক কাজ রয়েছে যার মাধ্যমে আপনি খুব সহজে ৪০০-৫০০ টাকা ইনকাম করতে পারবেন। ইনকাম মূলত দুই পদ্ধতিতে করা যায় একটি অনলাইন এবং অপরটি অফলাইন পদ্ধতিতে। অফলাইন পদ্ধতিতে ইনকাম করার ক্ষেত্রে আপনার শারীরিক এবং মাঝে মাঝে মেধা শ্রম প্রয়োজন হয়। 

অন্যদিকে অনলাইন ইনকামের ক্ষেত্রে আপনার শুধুমাত্র মেধাশ্রমের প্রয়োজন হবে। কোন শারীরিক শ্রমের প্রয়োজন হয় না। সেহেতু আপনাকে প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন পদ্ধতিতে ইনকাম করতে চাচ্ছেন। আপনি কি শারীরিক শ্রম করতে চাচ্ছেন নাকি শুধুমাত্র ঘরে বসে থেকেই মেধা শ্রম এর মাধ্যমে ইনকাম করতে চাচ্ছেন। 

আপনি যদি এটা ভাবেন আপনি খুবই সহজে কোন অ্যাপের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে আমাদের উপরে দেওয়া পদ্ধতি গুলো অনুসরণ করে দিনে ৫০০ টাকা ইনকাম করতে পারবেন বিভিন্ন অ্যাপের মাধ্যমে খুবই সহজে। কিন্তু আপনি যদি মনে করেন আমি কোন ভাল এবং চিরস্থায়ী পদ্ধতিতে ইনকাম করতে চাই। 

অনলাইন ও অফলাইন উভয় অথবা যেকোনো একটি মাধ্যমে তাহলে আজকে আলোচনাটি আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা অফলাইন এবং অনলাইন দুই পদ্ধতিতে কিভাবে ৪০০ ৫০০ টাকা ইনকাম করতে পারবেন দৈনিক সেটা জানাবো। ৪০০ ৫০০ টাকা ইনকাম করার ক্ষেত্রে প্রচুর কাজ রয়েছে অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতে। 

তাই আমরা কিছু কাজ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা অনলাইন পদ্ধতিতে কিভাবে ইনকাম করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব।

অনলাইন পদ্ধতিতে প্রতিদিন ৪০০ ৫০০ টাকা ইনকাম করার কাজ

অনলাইন পদ্ধতিতে ইনকাম করার অনেক কাজ রয়েছে। তাই আমরা এখানে কিছু সহজ ও জনপ্রিয় কাজ সম্পর্কে আলোচনা করবো। নিচে সেই কাজ গুলো সম্পর্কে উল্লেখ করা হলোঃ

ফ্রিল্যান্সিং করার মাধ্যমেঃ এই মাধ্যমে আপনি খুব সহজেই দিনে ৪০০-৫০০ টাকা ইনকাম করতে পারবেন। এটি একটি জনপ্রিয় মাধ্যম ইনকাম করার। ফ্রিল্যান্সিং করে ইনকাম করার ক্ষেত্রে আপনাকে বিভিন্ন দক্ষতা থাকা খুবই প্রয়োজন। ফ্রিল্যান্সিং অনেক সেক্টর রয়েছে যে সকল সেক্টরে আপনি কাজ করার মাধ্যমে ইনকাম করতে পারেন। 

যেমনঃ গ্রাফিক্স ডিজাইন করার মাধ্যমে, ওয়েব ডিজাইন করার মাধ্যমে, কনটেন্ট রাইটিং বা ডাটা এন্ট্রির মত কাজ করার মাধ্যমে। আপনি যে সেক্টরে কাজ করতে চান না কেন সেই সকল সেক্টরে প্রোপার স্কিল শিখার মাধ্যমে আপনি কাজে অংশগ্রহণ করবেন। তাহলে আপনার ক্ষেত্রে ইনকাম করা খুবই সহজ হবে। 

মাইক্র জব সাইট গুলোতে কাজ করার মাধ্যমেঃ অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট পাওয়া যায় যে সকল ওয়েবসাইট গুলোতে আপনি ছোট ছোট কাজ করে ইনকাম করতে পারেন। এ সকল ছোট ছোট কাজ অনেক ধরনের হতে পারে। যেমনঃ আপনাকে সার্ভে পূরণ করতে দিতে পারে এবং বিভিন্ন ডাটা এন্ট্রির কাজে সেখানে পেতে পারেন। 

এই সকল মাইক্রো জব ওয়েবসাইট গুলোতে আরো এমন কাজ রয়েছে যা যে কেউ ব্যক্তি কোন অভিজ্ঞতা ছাড়াই করতে পারে যেমনঃ Youtube এ subscribe করা ফেসবুকের লাইক বা শেয়ার করা বা কোন এডে ক্লিক করা ইত্যাদি। 

অনলাইন স্টোরঃ আপনি চাইলেই যে কোন পণ্য অনলাইন প্লাটফর্মে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে বিক্রি করতে পারেন বা রিসেলার হিসেবে কাজ করতে পারেন। বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য নিজে নিয়ে তারপর তা আবার বিক্রি করতে পারেন বা নিজস্ব কোন পণ্য অনলাইনে বিক্রি করতে পারেন। ঠিক এটা অফলাইন বিক্রি করার মতনই কিন্তু এটা অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে করা হয় তাই এটা অনলাইন ইনকাম। 

পিটিসি ওয়েবসাইটঃ আপনি এমন অনেক ওয়েবসাইট দেখতে পাবেন যেখানে পিটিসি অ্যাড ক্লিক করার টাস্ক দেওয়া থাকে। যেমনঃ InboxDollars, NeoBux, MyPoints, Paid Verts,  Freecash, Adwallet ইত্যাদি আরো অনেক ওয়েবসাইট এবং অ্যাপ রয়েছে যার মধ্যে আপনি দেখতে পাবেন পিটিসি এড ক্লিক করার টাস্ক রয়েছে। 

আরো পড়ুনঃ কাঁকরোল এর উপকারিতা ও অপকারিতা

প্রতিটা ওয়েব সাইটই আপনাকে নির্দিষ্ট কিছু পরিমাণ টাস্ক পুরণ করার অনুমতি দেয়। আপনি সেই সকল অ্যাড ক্লিক করে কয়েন অর্জন করতে পারেন এবং পরবর্তীতে সে কয়েন গুলো টাকাতে কনভার্ট করতে পারেন। কিন্তু মনে রাখতে হবে এই সকল ওয়েবসাইটগুলোতে কাজ করার ক্ষেত্রে আপনাকে প্রচুর ধৈর্য ও সময় দিতে হবে তবে আপনি সফল হতে পারবেন। 

অনলাইন পদ্ধতিতে প্রতিদিন ৪০০ ৫০০ টাকা ইনকাম করার কাজ

মোবাইল অ্যাপসঃ বিভিন্ন মোবাইল এপ্স রয়েছে যার মাধ্যমে আপনি অনলাইনে ৪০০ ৫০০ টাকা দিনে ইনকাম করতে পারেন। উপরে আমরা এই বিষয় নিয়ে অনেক বড় আলোচনা করেছি সেখানে আমরা অনেকগুলো অ্যাপ সম্পর্কে বলেছি। যে সকল অ্যাপসের মধ্যে আপনি বিভিন্ন কাজ করার মাধ্যমে।

যেমনঃ সার্ভে পূরণ করার মাধ্যমে বলেন, অ্যাড ক্লিক করার মাধ্যমে, ভিডিও দেখার মাধ্যমে, অ্যাপ ডাউনলোড করার টাস্ক পূরণ করার মাধ্যমে, রেফারেল করার মাধ্যমে, শপিং করার মাধ্যমে আরো অনেক কাজ করার মাধ্যমে আপনি অ্যাপের মাধ্যমে মোবাইল ঘরে বসে দৈনিক ৪০০ ৫০০ টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন। 

তবে মনে রাখতে হবে এই সকল অ্যাপ গুলোতে কাজ করার জন্য আপনাকে প্রচুর ধৈর্য সময় দিতে হবে। আপনি যদি মনে করেন আপনি প্রচুর ধৈর্য ও সময় এবং মেধা শ্রম দিতে পারবেন। তাহলে এ সকল অ্যাপের মাধ্যমে আপনি ৪০০-৫০০ টাকা ইনকাম করতে পারেন।

অফলাইন পদ্ধতিতে প্রতিদিন ৪০০ ৫০০ টাকা ইনকাম করার কাজ

অফলাইন পদ্ধতিতে এমন অনেক কাজ রয়েছে জার মাধ্যমে আপনি ৪০০ ৫০০ তাকা ইনকাম করতে পারবেন দৈনিক। এখন আমরা অফলাইন কিছু পদ্ধতি সম্পর্কে আলোচনা করব যে সকল পদ্ধতির মাধ্যমে আপনি দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা খুব সহজে ইনকাম করতে পারবেন। 

নিচে সে সকল পদ্ধতি গুলো উল্লেখ করা হলোঃ 

টিউশনি দেওয়াঃ অফলাইনে কাজ করার ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে যে অফলাইন পদ্ধতিতে কাজ করার জন্য আপনাকে শারীরিক ও মেধা দুই শ্রমই দিতে হবে। টিউশনি করানো একটি সহজ পেশা আবার কঠিন পেশা বলতে পারেন। সহজ তাদের জন্য যারা ছাত্রকে পড়ানোর ইচ্ছা ও আগ্রহ রাখেন।

আপনি যদি কোন বিষয়ে দক্ষ হয়ে থাকেন তাহলে স্থানীয় ছাত্র-ছাত্রীদের টিউশনি করার মাধ্যমে ভালো মানের ইনকাম করতে পারেন। আর যদি আপনার কোন বিষয়ে দক্ষতা না থাকে তাহলে প্রথমে দক্ষতা অর্জন করুন। তারপর টিউশনি পড়ানো শুরু করুন। 

ছোট ব্যবসাঃ বিভিন্ন ছোট ব্যবসা করার মাধ্যমেও আপনি ইনকাম করতে পারেন। যেমনঃ স্থানীয় প্রয়োজনীয় দ্রব্য বা পণ্য থাকবে এমন দোকান যেমনঃ মোদি সামগ্রী, ফলমূল ইত্যাদি বিক্রি করেও আপনি ইনকাম করতে পারেন। 

তবে এখন যেহেতু গরমকাল পড়ছে আপনি ঠান্ডা লেবুর পানি বিক্রি করেও ইনকাম করতে পারেন এবং এই ব্যবসা শুধুমাত্র গ্রীষ্মকালেই চলবে। একালেই প্রচুর পরিমাণে এটা বিক্রি হয় তার মাধ্যম আপনি প্রচুর ইনকাম করতে পারেন।

ফটোগ্রাফিঃ ফটোগ্রাফি করার মাধ্যমে ইনকাম করা যায়। যদি আপনি ফটোগ্রাফিক করার আগ্রহ রেখে থাকেন এবং ফটোগ্রাফি করার কিছু দক্ষতা থেকে থাকে। আপনি চাইলেই প্রথমে ফটোগ্রাফি কোর্স করে নিতে পারেন এবং ফটোগ্রাফি করার জন্য একটি ভাল মানের ক্যামেরাও প্রয়োজন হয়। আপনি বিভিন্ন অনুষ্ঠানে, বিয়ে বাড়িতে, সেমিনারে ফটোগ্রাফি করেও ইনকাম করতে পারেন। 

এর জন্য আপনাকে একটি ভালো মানের নেটওয়ার্কিং ব্যবস্থা রাখতে হবে। বিভিন্ন ফটোগ্রাফারের সাথে ভালো সম্পর্ক রেখে আপনার কাস্টমার বাড়ানোর টেকনিক ব্যবহার করতে হবে। তাহলেই আপনি খুব সহজে ফটোগ্রাফির মাধ্যমে ৪০০ ৫০০ টাকা দিনে ইনকাম করতে পারবেন। 

কৃষিকাজঃ কৃষি কাজ মূলত গ্রামের মানুষেরাই বেশি করতে পারে। শহরে তেমন জায়গা থাকে না বিধায় কৃষি কাজ করা অতটাও সহজ হয় না। তবুও এমন কিছু পদ্ধতি রয়েছে যার মাধ্যমে শহরের মানুষরাও কৃষিকাজ করতে পারে। যেমনঃ ছাদে বা কোন একটা ঘরের মধ্যে মাশরুম চাষ, আলু চাষ করার মাধ্যমে অনেকে সাবলম্বী হয়ে থাকে। 

আর যদি আপনার কোন জায়গা থেকে থাকে তাহলে আপনি ছোট পরিসরে সবজি বা ফলের চাষ করেও ইনকাম করতে পারেন। ভালো পরিচর্যা, সঠিক নির্দেশনার মাধ্যমে যদি আপনি সবজি চাষ করেন এবং তা বাজারে সময় মত বিক্রি করেন তাহলে আপনি ভালো মানের ইনকাম করে স্বাবলম্বী হতে পারবেন। 



এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Aminulhoque
    Aminulhoque August 14, 2024 at 9:44 AM

    Help

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নবান্ন আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url